খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা - Porikroma News
Connect with us

অপরাধ

খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

Published

on

খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

খুলনায় অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১১ আগস্ট) সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন ডিবি পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন—খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এসএম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়া আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি এমএম মুজিবুর রহমান পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল খুলনার ময়লাপোতা এলাকা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় মুজিবুর রহমানকে। তার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রমাণ মেলে।
কেএমপি কর্তৃপক্ষ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে এবং গত ৪ আগস্ট অনুমতি পায়। পরবর্তীতে ৬ জনের নাম উল্লেখসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

Share

খুলনায় অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১১ আগস্ট) সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন ডিবি পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন—খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এসএম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়া আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি এমএম মুজিবুর রহমান পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল খুলনার ময়লাপোতা এলাকা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় মুজিবুর রহমানকে। তার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রমাণ মেলে।
কেএমপি কর্তৃপক্ষ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে এবং গত ৪ আগস্ট অনুমতি পায়। পরবর্তীতে ৬ জনের নাম উল্লেখসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

Share