দুর্ঘটনা
শেফালির বাড়ি থেকে তদন্তে মিলল ওষুধের বাক্স, মৃত্যু ঘিরে রহস্য

বলিউডের জনপ্রিয় ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন দুনিয়ায়। শুক্রবার রাতে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুম্বাই পুলিশ জানায়, শেফালির মৃত্যুর কারণ হতে পারে বয়স ধরে রাখার ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহার। মৃত্যুর আগে তার রক্তচাপ অস্বাভাবিক কমে যায় এবং হৃদরোগে আক্রান্ত হন তিনি।
পুলিশের তদন্তে শেফালির বাড়ি থেকে প্রায় দুই বাক্স অ্যান্টি-এজিং, ত্বক উজ্জ্বল করা ও বিভিন্ন ভিটামিন সাপ্লিমেন্ট উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, এসব ওষুধ কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই সেবন করতেন শেফালি।
এ ঘটনায় তদন্ত করছে মুম্বাই পুলিশের বিশেষ তদন্ত টিম।