বাংলাদেশ
শেবাচিমে কফিন মিছিল

বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অব্যবস্থাপনা ও স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে প্রতীকী কফিন মিছিল করেছে সর্বস্তরের ছাত্র ও জনতা। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
পরে কাফনের কাপড়ে মোড়ানো প্রতীকী লাশ নিয়ে একটি কফিন মিছিল বের হয়, যা সদর রোড ঘুরে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শ্লোগান দিয়ে হাসপাতালটিকে “দুর্নীতি ও অনিয়মের আঁতুড়ঘর” বলা হয়।
বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হন। অবকাঠামো, জনবল, যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহে চরম সংকট রয়েছে। দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় এক আন্দোলনকারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তৎক্ষণাৎ চিকিৎসা না পেয়ে হয়রানির শিকার হন বলে অভিযোগ উঠে। পরবর্তীতে আন্দোলনকারীদের চাপের মুখে তাকে চিকিৎসা দেওয়া হয়।
আন্দোলনকারীরা বলেন, এ আন্দোলনের লক্ষ্য বরিশালের স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও মানবিকতা ফিরিয়ে আনা।