শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি - Porikroma News
Connect with us

রাজনীতি

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

Published

on

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘শাপলা’ প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে কোনো রাজনৈতিক দল দলীয় প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করতে পারবে না।

গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। আবেদনপত্রে তারা শাপলাকে তাদের পছন্দের প্রতীক হিসেবে চেয়ে ছিল। এছাড়া ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীকও তালিকাভুক্ত করেছিল দলটি।

অন্যদিকে, নাগরিক ঐক্য ইতোমধ্যে ‘কেটলি’ প্রতীক পেয়েছে। তবে তারাও প্রতীক পরিবর্তনের জন্য আবেদন করে শাপলা ও দোয়েল প্রতীক চেয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজ বুধবার প্রথম আলোকে বলেন, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে এটি করা হয়েছে।

বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি নির্বাচনী প্রতীক রয়েছে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ইসি প্রতীকের সংখ্যা ১০০–এর বেশি করার চিন্তা করছে। এই লক্ষ্যে প্রতীক তালিকার তফসিল সংশোধনের সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share

‘শাপলা’ প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে কোনো রাজনৈতিক দল দলীয় প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করতে পারবে না।

গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। আবেদনপত্রে তারা শাপলাকে তাদের পছন্দের প্রতীক হিসেবে চেয়ে ছিল। এছাড়া ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীকও তালিকাভুক্ত করেছিল দলটি।

অন্যদিকে, নাগরিক ঐক্য ইতোমধ্যে ‘কেটলি’ প্রতীক পেয়েছে। তবে তারাও প্রতীক পরিবর্তনের জন্য আবেদন করে শাপলা ও দোয়েল প্রতীক চেয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজ বুধবার প্রথম আলোকে বলেন, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে এটি করা হয়েছে।

বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি নির্বাচনী প্রতীক রয়েছে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ইসি প্রতীকের সংখ্যা ১০০–এর বেশি করার চিন্তা করছে। এই লক্ষ্যে প্রতীক তালিকার তফসিল সংশোধনের সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share