অপরাধ
শামীম আক্তার শামার জাল সনদে ২০ বছর চাকুরি

সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি ভার্সনের সহকারী প্রধান শিক্ষিকা শামীম আক্তার শামা দীর্ঘ ২০ বছর ধরে জাল সনদ ব্যবহার করে শিক্ষকতা করছেন — এমন গুরুতর অভিযোগে সরগরম ক্যাম্পাস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাচাইয়ে তার অনার্স ও মাস্টার্স উভয় সনদের ফলাফল তৃতীয় শ্রেণী প্রমাণিত হলেও চাকুরির আবেদনপত্রে দ্বিতীয় শ্রেণী উল্লেখ করে এমপিওভুক্ত হন।
বিভিন্ন জাতীয় দৈনিকে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশের পরও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো গত ৯ জুলাই অপরাধ বিচিত্রা অফিসে তার স্বামী নাদিম চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী হামলার হুমকি দিয়ে যায়।
এছাড়াও প্রধান শিক্ষক সাহাব উদ্দিন মোল্লার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠালেও তিনি কোনো জবাব দেননি। এমনকি অবৈধভাবে শ্রেণি পরীক্ষার ফি আদায়, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্থ গ্রহণেরও একাধিক অভিযোগ রয়েছে শামীম আক্তার শামার বিরুদ্ধে।
সরকার পতনের সময় দলীয় ক্ষমতার অপব্যবহার করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির সহযোগিতায় তিনি এসব অনিয়ম চালিয়ে যান।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি হচ্ছে। অপরাধ বিচিত্রা জানায়, শামীম আক্তার শামার স্বামীর সন্ত্রাসী গ্রুপ সম্পর্কে আরও অনুসন্ধান চলছে।