বিনোদন
ঈদে শাকিব খানের নতুন সিনেমার চুক্তি

আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। তবে এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি।
বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে সিনেমার চুক্তি সই করেন শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।
এ সিনেমার মাধ্যমে প্রথমবার প্রযোজনায় নাম লিখিয়েছেন শিরিন সুলতানা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি অ্যাকশনধর্মী সিনেমা হবে। দর্শক একেবারে ‘লার্জার দ্যান লাইফ’ অ্যাকশন ফিল্ম হিসেবে সিনেমাটি বড় পর্দায় উপভোগ করতে পারবেন।
চলচ্চিত্রের অন্যান্য চরিত্রে কে কে থাকছেন, তা খুব শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।