শাহবাগে ফুটপাতে অজ্ঞাত লাশ উদ্ধার - Porikroma News
Connect with us

দুর্ঘটনা

শাহবাগে ফুটপাতে অজ্ঞাত লাশ উদ্ধার

Published

on

শাহবাগে ফুটপাতে অজ্ঞাত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) ভোর পৌনে ৬টার দিকে সচিবালয় মেট্রো স্টেশনের নিচের রাস্তা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম রেজাউল করিম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও পরিচয় জানা সম্ভব হয়নি। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, নিহতের বয়স আনুমানিক ৫২ বছর। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

রাজধানীর শাহবাগ এলাকায় ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) ভোর পৌনে ৬টার দিকে সচিবালয় মেট্রো স্টেশনের নিচের রাস্তা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম রেজাউল করিম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও পরিচয় জানা সম্ভব হয়নি। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, নিহতের বয়স আনুমানিক ৫২ বছর। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share