বাংলাদেশ
হাসিনা ও ঢাবি শিক্ষকদের বিচার দাবি সাদা দলের

শেখ হাসিনা এবং তার সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ‘সাদা দল’।
রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘খুনি হাসিনার রেকর্ড ফাঁসের বিচার চাই। যারা তাকে উৎসাহ দিয়েছে, বিশেষ করে ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকরা, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। সেই সময় যারা সরকারের হাতে গুলি চালানোর অনুমতি দিয়েছিল, আজ তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘৩ আগস্ট গণভবনে গিয়ে সেই শিক্ষকরা হত্যাকাণ্ডে সমর্থন জানিয়েছিল। তাদের বিরুদ্ধে প্রমাণ থাকলেও ব্যবস্থা নেয়া হয়নি। দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।’
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘শেখ হাসিনা শিক্ষার্থীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। সেই সময় ঢাবির একদল বুদ্ধিজীবী শিক্ষকও তাকে সমর্থন দিয়েছে। এইসব শিক্ষকদের অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।’
এছাড়াও বক্তব্য দেন অধ্যাপক মো. আবুল কালাম সরকার, অধ্যাপক মো. আল-আমিন, অধ্যাপক ড. মহিউদ্দিন, অধ্যাপক ড. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলামসহ শ’তাধিক শিক্ষক।
বক্তারা দ্রুত শেখ হাসিনার বিচার ও সহযোগী ঢাবি শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।