স্কুলছাত্রীকে কুপ্রস্তাব, ভ্যানচালককে গণধোলাই - Porikroma News
Connect with us

অপরাধ

স্কুলছাত্রীকে কুপ্রস্তাব, ভ্যানচালককে গণধোলাই

Published

on

স্কুলছাত্রীকে কুপ্রস্তাব, ভ্যানচালককে গণধোলাই
ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামের এক ভ্যানচালককে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার একটি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল খালেক একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চ্যাতন মন্ডলের ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, চলতি মাসের ২১ তারিখে গাংনী ফিলিং স্টেশনের সামনে স্কুলে যাওয়ার সময় ভ্যানচালক খালেক শিশুটিকে কুপ্রস্তাব দেয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রীটি তাকে শনাক্ত করলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

আহত অবস্থায় খালেককে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

মেহেরপুরের গাংনী উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামের এক ভ্যানচালককে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার একটি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল খালেক একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চ্যাতন মন্ডলের ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, চলতি মাসের ২১ তারিখে গাংনী ফিলিং স্টেশনের সামনে স্কুলে যাওয়ার সময় ভ্যানচালক খালেক শিশুটিকে কুপ্রস্তাব দেয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রীটি তাকে শনাক্ত করলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

আহত অবস্থায় খালেককে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share