পরীক্ষার সময় বিস্ফোরণে পদদলিত হয়ে ২৯ শিশুর মৃত্যু - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

পরীক্ষার সময় বিস্ফোরণে পদদলিত হয়ে ২৯ শিশুর মৃত্যু

Published

on

ফাইল ছবি : এএফপি
ফাইল ছবি : এএফপি

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) একটি স্কুলে পরীক্ষার সময় বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া আতঙ্কে পদদলিত হয়ে অন্তত ২৯ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাঙ্গুই কমিউনিটি হাসপাতালের পরিচালক আবেল এসায়ী জানান, মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার দ্বিতীয় দিন বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে। মূল ভবনের নিচতলায় থাকা ট্রান্সফরমারটি মেরামতের পর বিদ্যুৎ সংযোগ চালু করা হলে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

এ ঘটনায় পাঁচটি বিদ্যালয়ের প্রায় ছয় হাজার শিক্ষার্থী ভয়াবহ আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় এনডিকে লুকা রেডিও জানায়, বিস্ফোরণের তীব্র শব্দ এবং ধোঁয়ার কারণে অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত শিক্ষার্থীরা একযোগে বের হওয়ার চেষ্টা করলে দরজার সংকীর্ণতার কারণে পদদলনের ঘটনা ঘটে।

দেশটির প্রেসিডেন্ট ফস্টিন আরকেঞ্জ টুয়েডেরা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং আহত ২৮০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় সাময়িকভাবে সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।

একজন শিক্ষার্থী রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে জানান, ইতিহাস ও ভূগোল পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় জানালা দিয়ে বেরিয়ে প্রাণ বাঁচানো এই শিক্ষার্থী বলেন, ‘বাঁচার জন্য সবাই ছুটছিল, কিন্তু দরজা ছোট হওয়ায় অনেকে পদদলিত হয়ে মারা যায়।’

বিবিসি জানায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সংকট চলছে। সরকারি বাহিনী রুশ ভাড়াটে সেনাদের সহায়তায় সশস্ত্র বিদ্রোহীদের দমন অভিযান চালিয়ে যাচ্ছে।

Share

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) একটি স্কুলে পরীক্ষার সময় বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া আতঙ্কে পদদলিত হয়ে অন্তত ২৯ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাঙ্গুই কমিউনিটি হাসপাতালের পরিচালক আবেল এসায়ী জানান, মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার দ্বিতীয় দিন বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে। মূল ভবনের নিচতলায় থাকা ট্রান্সফরমারটি মেরামতের পর বিদ্যুৎ সংযোগ চালু করা হলে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

এ ঘটনায় পাঁচটি বিদ্যালয়ের প্রায় ছয় হাজার শিক্ষার্থী ভয়াবহ আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় এনডিকে লুকা রেডিও জানায়, বিস্ফোরণের তীব্র শব্দ এবং ধোঁয়ার কারণে অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত শিক্ষার্থীরা একযোগে বের হওয়ার চেষ্টা করলে দরজার সংকীর্ণতার কারণে পদদলনের ঘটনা ঘটে।

দেশটির প্রেসিডেন্ট ফস্টিন আরকেঞ্জ টুয়েডেরা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং আহত ২৮০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় সাময়িকভাবে সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।

একজন শিক্ষার্থী রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে জানান, ইতিহাস ও ভূগোল পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় জানালা দিয়ে বেরিয়ে প্রাণ বাঁচানো এই শিক্ষার্থী বলেন, ‘বাঁচার জন্য সবাই ছুটছিল, কিন্তু দরজা ছোট হওয়ায় অনেকে পদদলিত হয়ে মারা যায়।’

বিবিসি জানায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সংকট চলছে। সরকারি বাহিনী রুশ ভাড়াটে সেনাদের সহায়তায় সশস্ত্র বিদ্রোহীদের দমন অভিযান চালিয়ে যাচ্ছে।

Share