সৌদি আরবে সিনেমা ও গানের প্রসার - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

সৌদি আরবে সিনেমা ও গানের প্রসার

Published

on

সৌদি আরবে সিনেমা ও গানের প্রসার
মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

মুসলিম বিশ্বের পুণ্যভূমি সৌদি আরব—যেখানে পবিত্র মক্কা ও মদিনায় রয়েছে অসংখ্য নবী-রাসুলের স্মৃতিচিহ্ন, সেখানেই বর্তমানে বাড়ছে সিনেমা, গান ও থিয়েটারমুখী কার্যক্রম। হজ ও ওমরার দেশ হিসেবে পরিচিত সৌদি আরব এখন সাংস্কৃতিক আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে।

ক্ষমতায় আসার পর বাদশাহ সালমান ‘সৌদি ভিশন ২০৩০’ নামে একটি গিগা প্রজেক্ট গ্রহণ করেন, যার লক্ষ্য ছিল তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশকে বহুমুখী উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া। এর অংশ হিসেবেই দেশটিতে সিনেমা, থিয়েটার, সংগীত ও অভিনয়ের মতো বিষয়গুলোর ওপর জোর দেওয়া হচ্ছে।

সম্প্রতি সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানা যায়, শূরা কাউন্সিল দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়কে এসব বিষয়ে একাডেমিক প্রোগ্রাম বাড়ানোর আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সংস্কৃতি কমিশনগুলোর স্বাধীনতা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, জাতীয় জাদুঘরের প্রদর্শনীগুলোতে নিয়মিত নতুন আবিষ্কৃত নিদর্শন সংযুক্ত করার আহ্বান জানানো হয়েছে। শূরা কাউন্সিল চায়, স্থানীয় পর্যায়ে থিয়েটার এবং স্কুলভিত্তিক সাংস্কৃতিক কার্যক্রম পুনরায় চালু হোক।

এমন উদ্যোগ একদিকে সৌদির সংস্কৃতিকে নতুন রূপ দিচ্ছে, অন্যদিকে দেশজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক—এই পরিবর্তন ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়ে।

Share

মুসলিম বিশ্বের পুণ্যভূমি সৌদি আরব—যেখানে পবিত্র মক্কা ও মদিনায় রয়েছে অসংখ্য নবী-রাসুলের স্মৃতিচিহ্ন, সেখানেই বর্তমানে বাড়ছে সিনেমা, গান ও থিয়েটারমুখী কার্যক্রম। হজ ও ওমরার দেশ হিসেবে পরিচিত সৌদি আরব এখন সাংস্কৃতিক আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে।

ক্ষমতায় আসার পর বাদশাহ সালমান ‘সৌদি ভিশন ২০৩০’ নামে একটি গিগা প্রজেক্ট গ্রহণ করেন, যার লক্ষ্য ছিল তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশকে বহুমুখী উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া। এর অংশ হিসেবেই দেশটিতে সিনেমা, থিয়েটার, সংগীত ও অভিনয়ের মতো বিষয়গুলোর ওপর জোর দেওয়া হচ্ছে।

সম্প্রতি সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানা যায়, শূরা কাউন্সিল দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়কে এসব বিষয়ে একাডেমিক প্রোগ্রাম বাড়ানোর আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সংস্কৃতি কমিশনগুলোর স্বাধীনতা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, জাতীয় জাদুঘরের প্রদর্শনীগুলোতে নিয়মিত নতুন আবিষ্কৃত নিদর্শন সংযুক্ত করার আহ্বান জানানো হয়েছে। শূরা কাউন্সিল চায়, স্থানীয় পর্যায়ে থিয়েটার এবং স্কুলভিত্তিক সাংস্কৃতিক কার্যক্রম পুনরায় চালু হোক।

এমন উদ্যোগ একদিকে সৌদির সংস্কৃতিকে নতুন রূপ দিচ্ছে, অন্যদিকে দেশজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক—এই পরিবর্তন ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়ে।

Share