অপরাধ
সাতক্ষীরায় মাছের প্রজেক্টে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতির দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর বাজারে অবস্থিত প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডে দফায় দফায় হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের দাবি, এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ও সন্ধ্যায় দুই দফায় এই ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডের সাইট ম্যানেজার আলমগীর জানান, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কাসেম মোড়ল এবং ব্যবসায়ী সালাউদ্দিন শাওনের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে প্রজেক্টে ঢুকে সিসি ক্যামেরা ও অফিস ভাঙচুর করে। এরপর অফিসের মালামাল লুট করে চলে যায়।
বিকেল গড়াতেই দ্বিতীয় দফায় তারা ফিরে এসে মাছ, মাছের খাবার, গবাদি পশু, বৈদ্যুতিক তার, যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি লুট করে। প্রজেক্টের শতাধিক পুকুরে জাল ফেলে মাছ ধরে নেয় এবং ৮টি মোটরসাইকেলও ভাঙচুর করে।
প্রতিষ্ঠানটির মালিক সাইদুর রহমান বলেন, “৩ কোটি টাকা চাঁদা না দেওয়ায় আমার ব্যবসা ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রশাসনকে আগে থেকেই জানানো হয়েছিল, কিন্তু তারা ব্যবস্থা নেয়নি।”
তিনি আরও জানান, ৩১২ জন জমির মালিকের কাছ থেকে ১৫ বছরের লিজ নিয়ে ও এনআরবিসি ব্যাংক থেকে ১৬ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসাটি পরিচালনা করছেন তিনি।
অভিযুক্ত কাসেম মোড়ল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এলাকায় জনপ্রিয়, তাই যে কোনো ঘটনায় আমার নাম জড়ানো হয়।”
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর দল ঘটনাস্থলে যায়। এখনো তারা সেখানে অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।