বাংলাদেশ
“মুজিববাদের কবর রচনার ঘোষণা সারজিসের

“আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না” — এমন ঘৃণিত ও উত্তেজনাকর বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
সারজিস তাঁর পোস্টে লিখেন, “গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে।” এ সময় তিনি গোপালগঞ্জের মানুষদের সরাসরি “জেগে উঠতে” আহ্বান জানান।
এদিকে গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষ, হামলা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা এনসিপির পদযাত্রায় হামলা চালায় বলে অভিযোগ উঠে। হামলাকারীরা মঞ্চ ভাঙচুর, সাউন্ড সিস্টেম ও চেয়ার তছনছ করে।
এর আগে ইউএনওর গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে টুঙ্গিপাড়া, টেকেরহাট ও কোটালীপাড়া সড়কে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন নাশকতার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।