আন্তর্জাতিক
সালমান খানের বাসায় নারী অনুপ্রবেশ, ৬ মাসের আলাপের গল্প!

এক বছর ধরে একটানা প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। এই হুমকির নেপথ্যে রয়েছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এই ঘটনায় সালমানের ঘনিষ্ঠদের রাতের ঘুমও হারাম। ওয়াই ক্যাটেগরি নিরাপত্তায় থাকা সত্ত্বেও, একাধিকবার সালমানের বাড়িতে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।
সম্প্রতি একই দিনে দু’টি অনুপ্রবেশের ঘটনা ঘটে। এর মধ্যে ৩২ বছর বয়সী এক নারী, ইশা ছাবরিয়া, দাবি করেছেন, ছয় মাস আগে পার্টিতে সালমানের সঙ্গে তার আলাপ হয় এবং আমন্ত্রণ পেয়েই তিনি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন। যদিও সালমানের পরিবারের পক্ষ থেকে এ ধরনের আমন্ত্রণের কথা অস্বীকার করা হয়েছে।
অন্যদিকে আরও এক যুবক, জিতেন্দ্র কুমার সিং নামে এক ব্যক্তি, ছত্তিশগড় থেকে এসে অনুপ্রবেশ করেন। তিনিও নিজেকে সালমানের বড় ভক্ত বলে দাবি করেছেন। উভয়কেই পুলিশ আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
সালমানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বাড়তে থাকা অনুপ্রবেশ ও প্রাণনাশের হুমকিতে উদ্বিগ্ন তার পরিবার ও নিরাপত্তা বাহিনী।