সাঈদীর রায়ে মিষ্টি খাওয়ানো আওয়ামী লীগ নেতা আটক - Porikroma News
Connect with us

জাতীয়

সাঈদীর রায়ে মিষ্টি খাওয়ানো আওয়ামী লীগ নেতা আটক

Published

on

সাঈদীর রায়ে মিষ্টি খাওয়ানো আওয়ামী লীগ নেতা আটক
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর ‘মিষ্টি বিতরণকারী’ হিসেবে পরিচিত পিরোজপুরের আওয়ামী লীগ নেতা মো. এহসান হিরণকে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন।

হিরণ ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায়ের পর তিনি এলাকায় আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের (৫ আগস্ট ২০২৪) পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে বাজারে দেখা মিলতেই স্থানীয়রা প্রথমে তাকে মিষ্টি খাওয়ায়, পরে গণপিটুনি দেয়।

উল্লেখ্য, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৩ সালের ১৪ আগস্ট তিনি আমৃত্যু কারাদণ্ড ভোগকালে মারা যান।

পুলিশ জানিয়েছে, হিরণের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।

Share

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর ‘মিষ্টি বিতরণকারী’ হিসেবে পরিচিত পিরোজপুরের আওয়ামী লীগ নেতা মো. এহসান হিরণকে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন।

হিরণ ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায়ের পর তিনি এলাকায় আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের (৫ আগস্ট ২০২৪) পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে বাজারে দেখা মিলতেই স্থানীয়রা প্রথমে তাকে মিষ্টি খাওয়ায়, পরে গণপিটুনি দেয়।

উল্লেখ্য, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৩ সালের ১৪ আগস্ট তিনি আমৃত্যু কারাদণ্ড ভোগকালে মারা যান।

পুলিশ জানিয়েছে, হিরণের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।

Share