বাংলাদেশ
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১৯ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ মঙ্গলবারও আদালতে জমা পড়েনি। ফলে এ মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১৯ বার পেছানো হলো।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ ছিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হয়নি। আদালত আগামী ১১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
প্রথমে মামলাটি তদন্ত করে থানার পুলিশ। এরপর তদন্তভার যায় ডিবি পুলিশের কাছে। ৬২ দিনের মাথায় ডিবি হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করলে র্যাবকে দায়িত্ব দেওয়া হয়। পরে গত বছর পিবিআই তদন্তের দায়িত্ব নেয়।
এ পর্যন্ত মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজন জামিনে, বাকি ছয়জন কারাগারে। তদন্তের গতি না থাকায় হাইকোর্ট ৩০ সেপ্টেম্বর উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় এবং ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়।
২০১৫ সালে র্যাব জানায়, বাসা থেকে পাওয়া আলামতের ডিএনএ পর্যালোচনায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির ডিএনএ মিলেছে। তবে বিদেশ থেকে পাওয়া ডিএনএ পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি। ফলে আজও বিচার অধরা।