আন্তর্জাতিক
রাশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে ৪৯ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের পরিচালিত এন-২৪ মডেলের বিমানটি চীন সীমান্তবর্তী টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে হঠাৎ উধাও হয়ে যায়।
সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানায়, বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে সেটিকে খুঁজে পেতে ব্যাপক তল্লাশি শুরু হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, বিমানে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানিয়েছেন, উদ্ধারকাজে প্রয়োজনীয় সব বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে।