আন্তর্জাতিক
রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জন নিহত

রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া অ্যান-২৪ মডেলের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে এবং বিমানে থাকা কেউই জীবিত নেই।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন ধরে যায় এবং উদ্ধারকারী হেলিকপ্টার থেকে পর্যবেক্ষণে কোনও জীবিত যাত্রীর চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজ তদারকি করছেন টিন্ডা বিমানবন্দরের পরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা।
এমআই-৮ হেলিকপ্টার ক্রুরা দুর্ঘটনাস্থলে কোনও জীবিত মানুষের উপস্থিতি দেখতে পাননি। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। তারা সবাই প্রাণ হারিয়েছেন।
বিমানটি সাইবেরিয়াভিত্তিক এনগারা এয়ারলাইনের ছিল এবং চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাত্রা করছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।