যে কারণে রোনালদোর নাম লেখা জার্সি বিক্রি সম্ভব নয় : ম্যানইউ - Porikroma News
Connect with us

খেলাধুলা

যে কারণে রোনালদোর নাম লেখা জার্সি বিক্রি সম্ভব নয় : ম্যানইউ

Published

on

যে কারণে রোনালদোর নাম লেখা জার্সি বিক্রি সম্ভব নয় : ম্যানইউ
রোনালদোর নাম লেখা জার্সি পরে স্টেডিয়ামে ঢুকছেন ইউনাইটেড ভক্তরা। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের জন্য এক বিস্ময়কর ঘোষণা এসেছে ক্লাবটির অফিসিয়াল মেগা স্টোর থেকে। ২০২৫-২৬ মৌসুমের নতুন জার্সি কিনতে গিয়েও ভক্তরা দেখতে পাচ্ছেন—ক্লাবের তিন কিংবদন্তি এরিক কান্তোনা, ডেভিড বেকহ্যাম ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম লেখা জার্সি এখন আর পাওয়া যাচ্ছে না।

স্টোরে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ‘লাইসেন্স জটিলতার কারণে এই তিন তারকার নাম ছাপা সম্ভব নয়।’ বিষয়টি নিয়ে প্রথমে ভক্তরা বিভ্রান্ত হলেও পরে ক্লাবটি বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-কে। ক্লাব জানায়, এই তিন কিংবদন্তির নাম ও চিত্র ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে তাদের নিজেদের কাছে, যা ক্লাবের নিয়ন্ত্রণে নেই।

এটি ক্লাবের নীতিগত একটি বিষয়। রোনালদো, বেকহ্যাম ও কান্তোনা—তিনজনই ইউনাইটেডের ইতিহাসে উজ্জ্বল নাম। তাদের নাম ছাড়া জার্সি বিক্রি হওয়ায় অনেকেই হতাশ হলেও, এটি ব্যক্তিগত অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবেই দেখছেন অনেকে।

এদিকে, রুবেন আমোরিমের অধীনে নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত ইউনাইটেড দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার শিকাগোতে, প্রতিপক্ষ বোর্নমাউথ।

Share

ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের জন্য এক বিস্ময়কর ঘোষণা এসেছে ক্লাবটির অফিসিয়াল মেগা স্টোর থেকে। ২০২৫-২৬ মৌসুমের নতুন জার্সি কিনতে গিয়েও ভক্তরা দেখতে পাচ্ছেন—ক্লাবের তিন কিংবদন্তি এরিক কান্তোনা, ডেভিড বেকহ্যাম ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম লেখা জার্সি এখন আর পাওয়া যাচ্ছে না।

স্টোরে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ‘লাইসেন্স জটিলতার কারণে এই তিন তারকার নাম ছাপা সম্ভব নয়।’ বিষয়টি নিয়ে প্রথমে ভক্তরা বিভ্রান্ত হলেও পরে ক্লাবটি বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-কে। ক্লাব জানায়, এই তিন কিংবদন্তির নাম ও চিত্র ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে তাদের নিজেদের কাছে, যা ক্লাবের নিয়ন্ত্রণে নেই।

এটি ক্লাবের নীতিগত একটি বিষয়। রোনালদো, বেকহ্যাম ও কান্তোনা—তিনজনই ইউনাইটেডের ইতিহাসে উজ্জ্বল নাম। তাদের নাম ছাড়া জার্সি বিক্রি হওয়ায় অনেকেই হতাশ হলেও, এটি ব্যক্তিগত অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবেই দেখছেন অনেকে।

এদিকে, রুবেন আমোরিমের অধীনে নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত ইউনাইটেড দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার শিকাগোতে, প্রতিপক্ষ বোর্নমাউথ।

Share