বিনোদন
নারীর বন্ধুত্ব নিয়ে ঋতুপর্ণার সোজাসাপ্টা মন্তব্য

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বরাবরই স্পষ্টভাষী। সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘ম্যাডাম সেনগুপ্ত’ ঘিরে এক সাক্ষাৎকারে নারীর বন্ধুতা ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন এই অভিনেত্রী।
ঋতুপর্ণা বলেন, এখনো আমাদের সমাজ নারী-পুরুষের বন্ধুত্ব সহজভাবে নিতে পারে না। একজন নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলেই তাকে সহজেই চরিত্রহীন তকমা দেওয়া হয়। অথচ পুরুষের বহু নারী বন্ধু থাকলে সেটাকে সম্মানের চোখে দেখা হয়।
তিনি বলেন, পেশাগত কারণেই আমাদের অনেক পুরুষ বন্ধু থাকতে পারে। আমি নিজে অনেক পুরুষ সম্পাদক ও সহকর্মীর সঙ্গে কাজ করি। বন্ধুত্বের তো কোনো লিঙ্গ হয় না।
এমনকি সিনেমা ইন্ডাস্ট্রির কথাও তুলে ধরে ঋতুপর্ণা বলেন, একজন অভিনেত্রী একাধিক সিনেমায় কাজ করলে ধরে নেওয়া হয়, তার নাকি পরিচালকদের সঙ্গে বিশেষ সম্পর্ক আছে। অথচ বন্ধুত্ব মানেই যে শারীরিক সম্পর্ক থাকবে, এমন ভাবা একেবারেই ঠিক নয়।
ঋতুপর্ণার এই বক্তব্য ফের আলোচনায় এনেছে নারীর স্বাধীনতা, সামাজিক মানসিকতা ও সম্পর্কের বৈচিত্র্যকে। সমাজ এখনও কতটা পুরনো দৃষ্টিভঙ্গিতে আটকে আছে, সেটিই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।