খেলাধুলা
রিয়াল ছাড়ছেন মদ্রিচ, ম্যাক-অ্যালিস্টারের দিকে নজর

ক্রোয়েশিয়ান কিংবদন্তি লুকা মদ্রিচের সঙ্গে ১৩ বছরের সোনালী অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের। ক্লাব বিশ্বকাপ শেষে বিদায় নেবেন এই অভিজ্ঞ তারকা। তার জায়গা পূরণের লক্ষ্যে ইতোমধ্যে বড় নাম খুঁজছে লস ব্লাঙ্কোসরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ফিশাজেস’ এবং এএস জানাচ্ছে, লিভারপুলের আর্জেন্টাইন তারকা অ্যালেক্সি ম্যাক-অ্যালিস্টারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে রিয়াল। তবে লিভারপুলের অন্যতম গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ছাড়তে চাইছে না কোচ আর্নে স্লট।
৯০ মিলিয়ন ইউরো মূল্যের এই মিডফিল্ডারকে পাওয়া রিয়ালের জন্য সহজ হবে না। অন্যদিকে, এনজো ফার্নান্দেজকে নিয়েও আগ্রহ ছিল রিয়ালের। তবে চেলসি কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এনজো আমাদের অপরিহার্য ফুটবলার এবং সে আমাদের সঙ্গেই থাকছে।’
অন্যদিকে, রিয়ালের নজর রয়েছে লিভারপুলের ঘরের ছেলে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের দিকেও। সামনের দলবদলের মৌসুমে বড়সড় কিছু ঘটার ইঙ্গিত স্পষ্ট।