রাজ্জাক কমিশনের সদস্য নন, ক্ষমা চাইলেন মাহিন - Porikroma News
Connect with us

বাংলাদেশ

রাজ্জাক কমিশনের সদস্য নন, ক্ষমা চাইলেন মাহিন

Published

on

রাজ্জাক কমিশনের সদস্য নন, ক্ষমা চাইলেন মাহিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার/ফেসবুক

রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া আবদুর রাজ্জাক বিন সুলাইমানকে ‘পুলিশ সংস্কার কমিশনের সদস্য’ বলে দাবি করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। তবে পরে তিনি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এবং আগের পোস্টটি সরিয়ে ফেলেছেন।

রবিবার (২৭ জুলাই) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহিন সরকার জানান, “আব্দুর রাজ্জাক নামে গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশ সংস্কার কমিশনের কোনো সদস্য নন। পুলিশ সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধির নাম জারিফ।”

তিনি আরও লেখেন, “পূর্ববর্তী পোস্টে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখিত… বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্রই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। আমার ভুল তথ্যের কারণে যারা মনোক্ষুণ্ণ হয়েছেন, তাদের প্রতি ক্ষমাপ্রার্থনা করছি।”

প্রসঙ্গত, শনিবার রাতে গুলশানের একটি বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। এদের সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত। এ ঘটনায় সংগঠনটির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদাবকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আবদুর রাজ্জাক বিন সুলাইমানকে।

Share

রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া আবদুর রাজ্জাক বিন সুলাইমানকে ‘পুলিশ সংস্কার কমিশনের সদস্য’ বলে দাবি করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। তবে পরে তিনি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এবং আগের পোস্টটি সরিয়ে ফেলেছেন।

রবিবার (২৭ জুলাই) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহিন সরকার জানান, “আব্দুর রাজ্জাক নামে গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশ সংস্কার কমিশনের কোনো সদস্য নন। পুলিশ সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধির নাম জারিফ।”

তিনি আরও লেখেন, “পূর্ববর্তী পোস্টে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখিত… বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্রই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। আমার ভুল তথ্যের কারণে যারা মনোক্ষুণ্ণ হয়েছেন, তাদের প্রতি ক্ষমাপ্রার্থনা করছি।”

প্রসঙ্গত, শনিবার রাতে গুলশানের একটি বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। এদের সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত। এ ঘটনায় সংগঠনটির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদাবকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আবদুর রাজ্জাক বিন সুলাইমানকে।

Share