অপরাধ
রাজ্জাকের বাড্ডার বাসা থেকে আরও টাকা উদ্ধার

গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে চাঁদা নেওয়ার সময় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাড্ডার আরেকটি বাসা থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
৩১ জুলাই ভোরে রাজধানীর বাড্ডা বৈকাল এলাকায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া টাকা শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া ১০ লাখ টাকার একটি অংশ।
পুলিশ আরও জানায়, ঢাকায় রাজ্জাকের দুটি ভাড়া বাসার খোঁজ মিলেছে—একটি পশ্চিম রাজাবাজারে, অপরটি বাড্ডায়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডার বাসায় অভিযান চালানো হয়।
এর আগে রাজ্জাকের অন্য বাসা থেকে রংপুর-৬ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের মালিকানাধীন ‘ট্রেড জোন’ থেকে নেওয়া ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করে ডিবি।
চাঁদাবাজির অভিযোগে রাজ্জাকসহ আরও চারজন বর্তমানে রিমান্ডে আছেন। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা বিভিন্ন প্রতিষ্ঠানে হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করতেন।
ডিএমপির ডিসি তালেবুর রহমান বলেন, “চাঁদাবাজির সঙ্গে জড়িতদের দলীয় পরিচয় মুখ্য নয়। যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”