বাংলাদেশ
রাঙ্গুনিয়ায় অপহরণের ৯ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার থেকে অপহরণের ৯ দিন পর মো. মামুন মাঝি নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী কাউখালীর মাঝেরপাড়া এলাকায় মাটিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
মামুন মাঝি ছিলেন কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের সুগারমিল আদর্শগ্রামের বাসিন্দা। ব্যবসার প্রয়োজনে তিনি প্রায়ই রানীরহাট বাজারে অবস্থান করতেন।
পুলিশ জানায়, মামুনকে অপহরণের পর মুক্তিপণের জন্য টাকা দাবি করা হচ্ছিল। তিন দিন আগে আনোয়ার নামের একজনকে চেক নিতে এলে জনতা আটক করে পুলিশে দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে লক্ষীপুর থেকে হত্যাকাণ্ডের মূলহোতা কামরুলকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে কামরুল জানায়, টিভির কিলিং মুভি দেখে সে মামুনকে ফিল্মি কায়দায় অপহরণ করার পরিকল্পনা করে। ৭ জুলাই রানীরহাট বাজারের নিজের ভাড়া বাসায় মামুনকে ডেকে এনে চায়ে চেতনানাশক মিশিয়ে অচেতন করা হয়। এরপর টাকা আদায়ের চেষ্টা করা হয়, ব্যর্থ হয়ে তাকে হত্যা করে বস্তায় ভরে মাটি চাপা দিয়ে রাখা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।