দুর্ঘটনা
রামপুরায় ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ ঠিকাদারের মৃত্যু

রাজধানীর রামপুরায় নির্মাণাধীন বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে মো. হারুন (৬৫) নামের এক নির্মাণ ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রামপুরার উলন রোডে এ দুর্ঘটনা ঘটে।
হারুনের গ্রামের বাড়ি চাঁদপুর। তিনি উলন রোডের নির্মাণাধীন ওই বাড়িতেই ভাড়া থাকতেন।
প্রতিবেশী মো. জাহিদুল ইসলাম জানান, বেলা দুইটার দিকে তিনতলা বাড়িটির ছাদের অংশ বর্ধিত করার কাজ চলছিল। এ সময় ঢালাইয়ের প্রস্তুতির সেন্টারিংয়ের কাজের সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান হারুন। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।
তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।