বাংলাদেশ
রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

রাজশাহী নার্সিং কলেজে আবারও উত্তেজনা। বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটরিয়ামে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যোগ্য শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে আলাদা আলাদা ব্যানারে আন্দোলন করে আসছেন বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা। ওইদিন এক আলোচনাসভায় অংশ নিতে গেলে ডিপ্লোমা ইন নার্সিংয়ের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত কয়েকজন শিক্ষার্থী অশোভন আচরণ করেন বিএসসি শিক্ষার্থীদের সঙ্গে।
এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডিপ্লোমা শিক্ষার্থীরা কলেজের গেটে অবস্থান নেন এবং গেট ভাঙার চেষ্টা করেন। এক পর্যায়ে বিএসসি শিক্ষার্থীদের ভেতরে রেখে গেট বন্ধ করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সংঘর্ষ থামেনি। এক পর্যায়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন বিএসসি ছাত্রী মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে।