বাংলাদেশ
রাজধানীতে বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে সেনাবাহিনী-বিজিবি

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসের ক্যান্টিনের ছাদে বিমানটি আছড়ে পড়ে।
এ ঘটনায় উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যুক্ত হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কাজে ২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা, মিরপুর, পল্লবী, পূর্বাচলসহ আশপাশের স্টেশন থেকে ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ মডেল। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছু সময় পরেই বিধ্বস্ত হয়।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানানো হবে।