রাজবাড়ীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার - Porikroma News
Connect with us

বাংলাদেশ

রাজবাড়ীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

Published

on

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার অন্যতম আসামি এবং সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. ইলিয়াস মোল্লা ওরফে মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমানের নির্দেশনায় থানার এসআই এনায়েত শিকদারের নেতৃত্বে বড় নুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলছিল।

এ সময় কৃষক লীগ নেতা মো. ইলিয়াস মোল্লা মিঠু এবং এজাহারনামীয় অন্যান্য ১৪ জন ও অজ্ঞাত ৫০-৬০ জন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। হামলায় গুলিবর্ষণ ও মারধরে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ বহু শিক্ষার্থী আহত হন।

ওই ঘটনায় শিক্ষার্থী মো. জিসান হোসাইন খান বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন অভিযুক্ত কৃষক লীগ নেতা।

Share

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার অন্যতম আসামি এবং সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. ইলিয়াস মোল্লা ওরফে মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমানের নির্দেশনায় থানার এসআই এনায়েত শিকদারের নেতৃত্বে বড় নুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলছিল।

এ সময় কৃষক লীগ নেতা মো. ইলিয়াস মোল্লা মিঠু এবং এজাহারনামীয় অন্যান্য ১৪ জন ও অজ্ঞাত ৫০-৬০ জন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। হামলায় গুলিবর্ষণ ও মারধরে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ বহু শিক্ষার্থী আহত হন।

ওই ঘটনায় শিক্ষার্থী মো. জিসান হোসাইন খান বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন অভিযুক্ত কৃষক লীগ নেতা।

Share