বাংলাদেশ
রাফী-তমার সম্পর্কের ছন্দপতন

ঢালিউডে অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেম নিয়ে। একসঙ্গে পারিবারিক অনুষ্ঠানে যাওয়া, বিশেষ দিনে উপস্থিত থাকা—সব কিছুতেই ভালোবাসার ইঙ্গিত মেলে। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই সেই সম্পর্কের অবনতি ঘটে।
এক সাক্ষাৎকারে নির্মাতা রাফী বলেছিলেন, “সবটাই ছিল গুঞ্জন, আমরা শুধুই বন্ধু।” তবে এবার অভিনেত্রী তমা মির্জা স্পষ্ট জানিয়ে দিলেন, সেই বন্ধুত্বও আর নেই।
তিনি বলেন, “আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না। কারণ, তা একান্তই ব্যক্তিগত। তবে এটা ঠিক, আমাদের অফ স্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই, আর অন স্ক্রিনেও আপাতত নেই।”
তমা আরও বলেন, “প্রেম, বন্ধুত্ব, বিয়ে যেটাই বলা হোক না কেন, সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। আমি আমার মতো করে আছি, আমরা আমাদের মতো করে এগোচ্ছি—এটাই ভালো।”
প্রসঙ্গত, গত বছর তমার জন্মদিনে রাফী একটি স্ট্যাটাসে লেখেন, “আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম।” এর জবাবে তমা লিখেছিলেন, “আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফী।” সেই স্মৃতি এখন অতীত।
বর্তমানে দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে ব্যস্ত থাকলেও ভক্তদের আগ্রহ থেকেই যাচ্ছে—তারা কি আবারও একসঙ্গে পর্দায় দেখা দেবেন?