খেলাধুলা
পিএসজির শ্রেষ্ঠত্বকে দাবার চালেই চ্যালেঞ্জ জানাবে চেলসি

ক্লাব বিশ্বকাপের ফাইনাল আজ। যেখানে সময়ের অন্যতম সেরা দল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) মুখোমুখি হবে এনজো মারেসকার চেলসির। বাজির দর, ফুটবলবিশ্লেষক, ফর্মেশন, পারফরম্যান্স—সবদিক থেকেই এগিয়ে পিএসজি। তবে চেলসির কোচ মারেসকা ফুটবলকে দেখছেন দাবার চালের মতো।

পিএসজির কোচ এনরিকে চলতি মৌসুমে দলকে খেলাচ্ছেন ৪-৩-৩ ফর্মেশনে। যেখানে মিডফিল্ডের দখলে থাকেন জোয়াও নেভেস, ভিতিনিয়া ও ফাবিয়ান রুইজ। এই মাঝমাঠ ভাঙতেই বড় চ্যালেঞ্জ চেলসির। সেক্ষেত্রে ৪-২-৩-১ থেকে সরে আসা ছাড়া উপায় নেই মারেসকার।
পিএসজির উইং আক্রমণে রয়েছেন আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, দেসিরে দুয়ে এবং খিচা কাভারাস্কাইয়া। তাদের থামানোর দায়িত্ব মার্ক কুকুরেয়া ও রিচ জেমসের। আবার আক্রমণে চেলসির অস্ত্র এনজো ফার্নান্দেজ, যাকে সামলানোর দায়িত্ব মারকিনিওস ও বেরালদোর।
সব মিলিয়ে ফর্মেশন, শক্তি আর গতির লড়াইয়ে অনেক এগিয়ে পিএসজি। তবে মারেসকা জানেন, ফুটবলে শেষ কথা কখনো আগে বলা যায় না। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘ম্যাচটা যত সহজ ভাবছেন, ততটা হবে না।’ আর মারেসকা বলেছেন, ‘এটা দাবার মতোই ম্যাচ।’
পিএসজি ফেবারিট হলেও ফুটবলের খেয়ালিপনা যে কোনো সময় হিসাব উল্টে দিতে পারে। এখন দেখার অপেক্ষা, দাবার চালেই কি চেলসি থামাতে পারবে পিএসজির শ্রেষ্ঠত্বকে!