অপরাধ
ফিল্মি কায়দায় প্রবাসী অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে ফিল্মি কায়দায় জিয়াউর রহমান জিরুল নামে এক প্রবাসীকে অস্ত্রধারী সন্ত্রাসীরা জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে আমতলী সরকারি দীঘি সংলগ্ন চৌরাস্তার একটি চায়ের দোকান থেকে তাকে অপহরণ করা হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে ফেরিঘাট থেকে তাকে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে।
অপহরণের শিকার জিয়াউর রহমান ভারতের বেঙ্গালোরে দীর্ঘদিন ভাঙারির ব্যবসা করতেন। দেশে ফিরে আসার পর আমতলী বাজারের একটি দোকানে চা খাওয়ার সময় ১৭-১৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী কালো মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে তাকে ধরে মারধর করে চোখ বেঁধে তুলে নিয়ে যায়।
পরে তারা পানগুছি নদীতে ফেরি চলাচল বন্ধ করে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ফেরিঘাট থেকে অপহৃত জিয়াউর রহমানকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ৪ জনকে আটক করা হয়।
অপহরণে ব্যবহৃত কালো রঙের হায়েস গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।