রাজনীতি
পটিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান জসিম গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক এবং হত্যাচেষ্টার মামলায় রবিবার (১৩ জুলাই) বিকেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে শনিবার রাত ১২টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জসিমকে আটক করে পুলিশ। তাকে আটকের সময় রেস্টুরেন্টে মেয়ের জন্মদিন পালন করছিলেন বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র ও এনসিপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পরে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে গেল বছরের ৪ আগস্ট পটিয়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় মিছিলে হামলা ও গুলি চালানোর অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ তিনটি মামলা হয়।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, “পটিয়ায় তিনটি মামলায় আসামি ইনজামুল হক জসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় রিমান্ডের আবেদন করা হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, “জুলাই চলে গেলেও যারা মনে করছে মুক্ত বাতাসে ঘুরতে পারবে, তারা ভুল ভাবছে। আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেব না।”
এদিকে এখনো পটিয়ার ১৬টি ইউনিয়ন পরিষদের অন্যান্য মামলার এজাহারভুক্ত চেয়ারম্যানরা চট্টগ্রাম শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।