অপরাধ
চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার আবুল কালাম

কক্সবাজারের চকরিয়ায় চুরির উদ্দেশ্যে ঢুকে ট্যুরিস্ট পুলিশের স্ত্রীর ওপর যৌন সহিংসতা চালানোর অভিযোগে মোহাম্মদ আবুল কালাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌরসভার কাহারিয়া ঘোনা খামার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ধৃত আবুল কালাম পেশাদার চোর বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ আরও একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “চুরির উদ্দেশ্যে পুলিশের বাসায় প্রবেশ করে গৃহিণীর ওপর যৌন সহিংসতা চালানোর ঘটনায় দায়ের করা মামলায় আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, রোববার (২০ জুলাই) এই মামলায় আসামির রিমান্ড আবেদন করা হবে।
জানা যায়, সোমবার (১৪ জুলাই) গভীর রাতে পুলিশের একটি কোয়ার্টারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত কালাম বাসায় চুরি করতে ঢুকে গৃহবধূর ওপর হামলা চালায়।