পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৪৫৪ - Porikroma News
Connect with us

অপরাধ

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৪৫৪

Published

on

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৪৫৪
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে মোট ১ হাজার ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এআইজি মিডিয়া এনামুল হক সাগর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে ১ হাজার ৩ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৫১ জন অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার দেশব্যাপী একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৬টি চাইনিজ কুড়াল, ২৫টি ডেগার, একটি হাসুয়া, একটি বার্মিজ টিপ চাকু, দুইটি ছোরা ও ২০টি ২ দশমিক ২ এমএম গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share

গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে মোট ১ হাজার ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এআইজি মিডিয়া এনামুল হক সাগর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে ১ হাজার ৩ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৫১ জন অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার দেশব্যাপী একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৬টি চাইনিজ কুড়াল, ২৫টি ডেগার, একটি হাসুয়া, একটি বার্মিজ টিপ চাকু, দুইটি ছোরা ও ২০টি ২ দশমিক ২ এমএম গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share