জাতীয়
পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

পলাতক ৪০ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদক প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা বর্তমানে পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।
সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজ কর্মস্থল থেকে পলায়নের কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ অবস্থায় ৪০ জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।
এছাড়া পদক-সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ করার পাশাপাশি পূর্বে প্রদত্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।