পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার - Porikroma News
Connect with us

জাতীয়

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

Published

on

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
ছবি : সংগৃহীত

পলাতক ৪০ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদক প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা বর্তমানে পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজ কর্মস্থল থেকে পলায়নের কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ অবস্থায় ৪০ জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

এছাড়া পদক-সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ করার পাশাপাশি পূর্বে প্রদত্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share

পলাতক ৪০ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদক প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা বর্তমানে পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজ কর্মস্থল থেকে পলায়নের কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ অবস্থায় ৪০ জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

এছাড়া পদক-সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ করার পাশাপাশি পূর্বে প্রদত্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share