আন্তর্জাতিক
সান দিয়েগোতে সামরিক আবাসিকে বিমান বিধ্বস্ত, নিহত কয়েকজন

যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে একটি সামরিক আবাসিক এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) ভোরে এই দুর্ঘটনায় বিমানে থাকা বেশ কয়েকজন নিহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছে বার্তাসংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভোর ৪টার কিছু আগে একটি ব্যক্তিগত বিমান সান দিয়েগোর সামরিক আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে অন্তত একটি বাড়ির ছাদ পুড়ে যায় এবং প্রায় ৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে আশ্চর্যের বিষয়, বাড়ির ভেতরে থাকা কেউ আহত হননি।
সান দিয়েগো ফায়ার সার্ভিসের সহকারী প্রধান ড্যান এডি জানিয়েছেন, বিমানটিতে ৮ থেকে ১০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিমানটি বিদ্যুৎ লাইনে আঘাত করেছিল কিনা, তাও তদন্ত করা হচ্ছে।
এদিকে, পুলিশ প্রধান স্কট ওয়াহল বলেন, দুর্ঘটনার সময় এলাকাজুড়ে ঘন কুয়াশা ছিল, সামনে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনাস্থলে জেট ফুয়েল ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়।
দুর্ঘটনার সময় বাড়ির বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। এলাকাবাসী ক্রিস্টোফার মুর জানান, তিনি জোরালো শব্দে জেগে ওঠেন এবং জানালা দিয়ে ধোঁয়া দেখতে পান। দ্রুত পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে পড়েন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার তদন্ত করবে।
উল্লেখ্য, সান দিয়েগোতে এর আগেও একাধিক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০২১ সালের অক্টোবরে ও ২০০৮ সালের ডিসেম্বরে মারাত্মক দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে।