অপরাধ
পাটগ্রাম থানায় হামলা, হাতীবান্ধা থানায় অবরোধের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা-ভাঙচুরের সময় হাতীবান্ধা থানার পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। পুলিশ জানায়, পাটগ্রামে হামলার খবর পেয়ে উদ্ধার অভিযানে রওনা হলে হাতীবান্ধা থানার ফটকের সামনে ৭০-৮০টি মোটরসাইকেল ও নেতা-কর্মীরা ব্যারিকেড দেয়।

পুলিশের দাবি, তারা ধাক্কাধাক্কি ও গালাগাল করে প্রায় ৪০ মিনিট অবরুদ্ধ রাখে। এ ঘটনায় দুই থানায় দুটি মামলা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি দাবি করেছে, ঘটনাটি ইজারাদার ও প্রশাসনের বিষয়, দলের কেউ জড়িত নয়। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করেছে উপজেলা বিএনপি।
পুলিশ জানিয়েছে, অপকর্মে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।