যাত্রাবাড়ী হত্যা মামলায় সাবেক মেয়র পারভেজ রহমান গ্রেপ্তার - Porikroma News
Connect with us

অপরাধ

যাত্রাবাড়ী হত্যা মামলায় সাবেক মেয়র পারভেজ রহমান গ্রেপ্তার

Published

on

যাত্রাবাড়ী হত্যা মামলায় সাবেক মেয়র পারভেজ রহমান গ্রেপ্তার
যাত্রাবাড়ী হত্যা, পারভেজ রহমান, শরীয়তপুর পৌরসভা, সাবেক মেয়র গ্রেপ্তার, ডিবি অভিযান, মিন্টু রোড, যাত্রাবাড়ী থানায় মামলা, ঢাকা সংবাদ

যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি টিম তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার এফআইআর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কয়েকজনকে হত্যাচেষ্টার অভিযোগ এবং ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় পারভেজ রহমান ৭৩ নম্বর আসামি।

মামলায় ৩০২/২০১/১২০বি/৩৪ ধারায় হত্যা, আলামত নষ্ট এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এই মামলাটি আদালতের নির্দেশে গত ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় রেকর্ড করা হয়।

গ্রেপ্তার প্রসঙ্গে পারভেজ রহমানের পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতে ডিবির একটি টিম তাকে বনশ্রীর বাসা থেকে নিয়ে যায় এবং জানিয়ে যায় যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করতে। পরে তারা জানতে পারেন, তিনি বর্তমানে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রয়েছেন।

এ বিষয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, “সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার হয়েছেন কি না, আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি।”

Share

যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি টিম তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার এফআইআর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কয়েকজনকে হত্যাচেষ্টার অভিযোগ এবং ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় পারভেজ রহমান ৭৩ নম্বর আসামি।

মামলায় ৩০২/২০১/১২০বি/৩৪ ধারায় হত্যা, আলামত নষ্ট এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এই মামলাটি আদালতের নির্দেশে গত ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় রেকর্ড করা হয়।

গ্রেপ্তার প্রসঙ্গে পারভেজ রহমানের পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতে ডিবির একটি টিম তাকে বনশ্রীর বাসা থেকে নিয়ে যায় এবং জানিয়ে যায় যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করতে। পরে তারা জানতে পারেন, তিনি বর্তমানে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রয়েছেন।

এ বিষয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, “সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার হয়েছেন কি না, আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি।”

Share