নতুন মামলায় পলক-মনুসহ গ্রেপ্তার ৪ - Porikroma News
Connect with us

অপরাধ

নতুন মামলায় পলক-মনুসহ গ্রেপ্তার ৪

Published

on

নতুন মামলায় পলক-মনুসহ গ্রেপ্তার ৪
ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া অন্য দুইজন হলেন—সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। তাদের সবাইকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

যাত্রাবাড়ী থানার ফরিদ আহমেদ হত্যা মামলায় পলক ও মনুকে এবং আব্দুর রাজ্জাক হত্যা চেষ্টা মামলায় শহিদুল্লাহ ও আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে হানিফ ফ্লাইওভারে ফরিদ আহমেদ গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান। একই দিনে আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হন।

Share

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া অন্য দুইজন হলেন—সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। তাদের সবাইকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

যাত্রাবাড়ী থানার ফরিদ আহমেদ হত্যা মামলায় পলক ও মনুকে এবং আব্দুর রাজ্জাক হত্যা চেষ্টা মামলায় শহিদুল্লাহ ও আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে হানিফ ফ্লাইওভারে ফরিদ আহমেদ গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান। একই দিনে আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হন।

Share