পল্লবী থানার সাবেক ওসি হাসেম মিয়া ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা - Porikroma News
Connect with us

বিনোদন

পল্লবী থানার সাবেক ওসি হাসেম মিয়া ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Published

on

ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাচালান এবং বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসেম মিয়া এবং তার স্ত্রী ফাতিমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ওসি হাসেম মিয়া এবং তার স্ত্রী ফাতিমা রহমান বিদেশে পালিয়ে যেতে পারেন। তারা দেশত্যাগ করলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

এরপর আদালত দুদকের আবেদন মঞ্জুর করে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

Share

ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাচালান এবং বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসেম মিয়া এবং তার স্ত্রী ফাতিমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ওসি হাসেম মিয়া এবং তার স্ত্রী ফাতিমা রহমান বিদেশে পালিয়ে যেতে পারেন। তারা দেশত্যাগ করলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

এরপর আদালত দুদকের আবেদন মঞ্জুর করে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

Share