আন্তর্জাতিক
পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ২২১ জনের মৃত্যু

পাকিস্তানে নতুন করে ভারি বর্ষণে দেখা দিয়েছে ভয়াবহ দুর্যোগ। আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২২১ জন।
মঙ্গলবার (২২ জুলাই) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) এই তথ্য নিশ্চিত করেছে। তাদের তথ্যমতে, মৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। গত ২৪ ঘণ্টায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন এবং বর্ষা মৌসুমে এ পর্যন্ত আহত হয়েছেন ৫৯২ জন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশ, যেখানে প্রাণ হারিয়েছেন ১৩৫ জন ও আহত হয়েছেন ৪৭০ জন। খাইবার পাখতুনখোয়ায় মারা গেছেন ৪০ জন, সিন্ধুতে ২২ জন, বেলুচিস্তানে ১৬ জন, আজাদ কাশ্মীরে ১ জন, গিলগিট-বালতিস্তানে ৩ জন এবং ইসলামাবাদে ১ জন।
NDMA জানিয়েছে, অধিকাংশ মৃত্যু ঘটেছে কাঠামোগত ধস, ডুবে যাওয়া, ভূমিধস, আকস্মিক বন্যা ও বজ্রপাতের কারণে। গত ২৪ ঘণ্টায় ২৫টি বাড়ি ধসে পড়েছে এবং বর্ষা মৌসুমে মোট ৮০৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
বাবুসার অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের ফলে ৭–৮ কিলোমিটার এলাকাজুড়ে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত ১৪–১৫টি সড়ক। সেখানে জরুরি অবস্থা জারি করে আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জনগণকে আকস্মিক বন্যা ও বজ্রপাতপ্রবণ এলাকা থেকে দূরে থাকতে, নিচু অঞ্চল পরিহার করতে এবং বৈদ্যুতিক তার ও খুঁটি থেকে দূরে অবস্থান করতে আহ্বান জানিয়েছে।