পাকিস্তান - ভারত
পাকিস্তানে আবাসিক ভবন ধসে ২৭ নিহত

পাকিস্তানের করাচিতে ভয়াবহ ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে করাচির লিয়ারি এলাকার পাঁচতলা একটি আবাসিক ভবন ধসে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের সরকারি উদ্ধার পরিষেবার মুখপাত্র হাসান খান জানিয়েছেন, রোববার সকাল পর্যন্ত উদ্ধারকাজে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের বেশিরভাগ অংশ সরানো হয়েছে এবং বিকেলের মধ্যেই বাকি কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বাসিন্দাদের সরে যেতে নোটিশও পাঠানো হয়েছিল। তবে কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, তারা কোনো ধরনের নোটিশ পাননি।
স্থানীয় বাসিন্দারা জানান, করাচির দারিদ্র্যপীড়িত এলাকা লিয়ারিতে ভবন ধসের সময় বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ। ধসে পড়া ভবনের নিচে অনেকেই আটকা পড়েছিলেন। উদ্ধার তৎপরতায় অংশ নেয় স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।
এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবন মালিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।