বাংলাদেশ
পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন ১৯ স্থাপনা, আতঙ্কে শত পরিবার

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্পের নদী রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুর ৩টার পর হঠাৎ শুরু হওয়া ভাঙনে মুহূর্তেই বসতবাড়ি ও দোকানপাট নদীতে বিলীন হতে থাকে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মাত্র এক ঘণ্টার ব্যবধানে ৬টি পরিবার তাদের বসতবাড়ি এবং ১৩টি দোকান হারায়। আতঙ্কে শতাধিক পরিবার ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মা সেতুর পূর্ব পাশে ১১০ কোটি টাকায় নির্মিত ২ কিলোমিটার দীর্ঘ বাঁধটিও এই ভাঙনের কবলে পড়েছে। এর আগেও কয়েক দফায় ভাঙনের শিকার হয় এ এলাকা।
স্থানীয়রা দ্রুত স্থায়ী ও টেকসই রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তারা বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে পুরো জাজিরা উপজেলা একদিন পদ্মার গর্ভে হারিয়ে যাবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় জানান, ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভাঙন রোধে জিও ব্যাগ ফেলানো হচ্ছে।