অপরাধ
পাবনা মানসিক হাসপাতাল থেকে ৯ দালাল আটক

পাবনা মানসিক হাসপাতাল থেকে দালাল মুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআই। আজ রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে হাসপাতালে এই অভিযান চালিয়ে ৯ জন দালালকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এসব দালাল হাসপাতালের বহির্বিভাগে অবস্থান করে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের জিম্মি করে নানাভাবে হয়রানি করছিল। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন — মুকাররম (৫০), জহুরুল ইসলাম (৪২), হালিম (৪০), মানিক মণ্ডল (২৪), শফিকুল (৫৫), ছাবিত (১৯), মুন্নাফ (৩১), জুয়েল রানা (৩০) ও আলমগীর হোসেন (৩৫)।
পরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, মানসিক হাসপাতালের দালালদের উৎপাত দীর্ঘদিনের। এই অভিযান চলমান থাকবে বলে আশ্বাস দেন তারা।