আন্তর্জাতিক
সন্তান প্রসবের ১৭ ঘণ্টা আগে অন্তঃসত্ত্বা জানলেন তরুণী!

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ২০ বছর বয়সী শার্লট সামার্স মাত্র ১৭ ঘণ্টা আগে জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। এরপরই জন্ম দেন এক পুত্রসন্তানের। বিরল ‘ক্রিপটিক প্রেগন্যান্সি’ বা ‘গোপন গর্ভাবস্থা’র কারণে পুরো গর্ভকালীন সময়ই বিষয়টি বুঝতে পারেননি তিনি।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ওজন বেড়ে যাওয়া ও জিনসের সাইজ বড় হওয়া ছাড়া তেমন কোনো উপসর্গ ছিল না তার। নিজের চাপ এবং সুখের সম্পর্ককে এর কারণ মনে করেছিলেন শার্লট।
৬ জুন গ্লুটেন সেনসিটিভিটি নিয়ে ডাক্তারের কাছে গেলে পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে তিনি ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। চিকিৎসকরা জানায়, আশপাশে কোনো পানি নেই, দ্রুত লেবার ইন্ডিউস করতে হবে। রাতেই হাসপাতালে ভর্তি হয়ে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে এবং সাত মিনিটের ধাক্কায় তিনি সন্তান প্রসব করেন।
বিজ্ঞানীরা জানায়, প্রতি ৪৭৫টি গর্ভাবস্থার মধ্যে একটি ২০ সপ্তাহ পর্যন্ত গোপন থাকে এবং প্রতি ২,৫০০টির মধ্যে একটি পূর্ণমেয়াদি সন্তান জন্ম নেয়, যেটা গর্ভবতী জানতেই পারেন না। বিরল এই ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।