ঐকমত্য বৈঠকে ফায়ার অ্যালার্ম, তদন্ত কমিটি গঠন - Porikroma News
Connect with us

বাংলাদেশ

ঐকমত্য বৈঠকে ফায়ার অ্যালার্ম, তদন্ত কমিটি গঠন

Published

on

ঐকমত্য বৈঠকে ফায়ার অ্যালার্ম, তদন্ত কমিটি গঠন
ফরেন সার্ভিস একাডেমি। ছবি : সংগৃহীত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সময় হঠাৎ সক্রিয় হয়ে পড়ে ফায়ার অ্যালার্ম সিস্টেম। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বৈঠকে অংশ নেওয়া সবার মধ্যে উদ্বেগ তৈরি হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ঘটে এ ঘটনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে কর্তব্যরত কর্মচারীরা সম্ভাব্য উৎসস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে কোথাও আগুন বা ধোঁয়ার অস্তিত্ব মেলেনি।

তবে, নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমির পরিচালককে আহ্বায়ক করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠিত হয়। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Share

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সময় হঠাৎ সক্রিয় হয়ে পড়ে ফায়ার অ্যালার্ম সিস্টেম। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বৈঠকে অংশ নেওয়া সবার মধ্যে উদ্বেগ তৈরি হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ঘটে এ ঘটনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে কর্তব্যরত কর্মচারীরা সম্ভাব্য উৎসস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে কোথাও আগুন বা ধোঁয়ার অস্তিত্ব মেলেনি।

তবে, নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমির পরিচালককে আহ্বায়ক করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠিত হয়। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Share