অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ - Porikroma News
Connect with us

জাতীয়

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

Published

on

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ
প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূস ও জাকির আহমেদ খান। ছবি : সংগৃহীত

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের বঞ্চিত ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে আবেদন পর্যালোচনা কমিটি।

বুধবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। প্রতিবেদনে জানানো হয়, যাদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন কর্মকর্তা আছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চিত ও অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য গঠিত কমিটি দুই ধাপে কাজ সম্পন্ন করেছে। এর মধ্যে প্রথম ধাপে প্রশাসন ক্যাডারের ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের আবেদন যাচাই-বাছাই করা হয়। নির্ধারিত সময়ে মোট ৩১৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১০৮টি আবেদন বিবেচনাযোগ্য না হওয়ায় বাদ পড়ে এবং বাকি ২১০টি আবেদন যাচাই করতে ১৪টি সভা করে কমিটি। পরে ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়।

কমিটি জানায়, প্রতিটি ক্যাডারের আবেদন যাচাইয়ের সময় সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং লিখিত সুপারিশসহ প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করা হয়েছে।

Share

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের বঞ্চিত ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে আবেদন পর্যালোচনা কমিটি।

বুধবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। প্রতিবেদনে জানানো হয়, যাদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন কর্মকর্তা আছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চিত ও অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য গঠিত কমিটি দুই ধাপে কাজ সম্পন্ন করেছে। এর মধ্যে প্রথম ধাপে প্রশাসন ক্যাডারের ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের আবেদন যাচাই-বাছাই করা হয়। নির্ধারিত সময়ে মোট ৩১৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১০৮টি আবেদন বিবেচনাযোগ্য না হওয়ায় বাদ পড়ে এবং বাকি ২১০টি আবেদন যাচাই করতে ১৪টি সভা করে কমিটি। পরে ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়।

কমিটি জানায়, প্রতিটি ক্যাডারের আবেদন যাচাইয়ের সময় সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং লিখিত সুপারিশসহ প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করা হয়েছে।

Share