রাজনীতি
ওবায়দুল কাদেরের ঘড়ি-নারী বিতর্কে নতুন অনুসন্ধান

বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত চরিত্র ওবায়দুল কাদের। দীর্ঘদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে বিতর্কের শেষ নেই।
বিশেষ করে দামি ঘড়ি, ব্র্যান্ডের পোশাক এবং নারী সংশ্লিষ্ট নানা অভিযোগ দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। এক সময় বাংলার বাণী পত্রিকার সাংবাদিক থাকা ওবায়দুল কাদেরের জীবনযাপন ছিল একেবারেই সাধারণ। তবে মন্ত্রিত্বের পর বদলে যায় তার জীবনধারা।
অনুসন্ধানে দেখা গেছে, এক সময় যারা ঠিকাদারি করতেন, তারা মন্ত্রীর ঘড়িপ্রীতি এবং ব্যক্তিগত পছন্দের কথা জানতেন। বিল পাসের জন্য নাকি ঘড়ি কিংবা নারী উপঢৌকনের সংস্কৃতি চালু ছিল বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সোর্স থেকে জানা গেছে, ওবায়দুল কাদেরের সংগ্রহে ছিল রোলেক্স, পাটেক ফিলিপ, উলিস নাদা এবং লুই ভিটনের ঘড়ি।
শুধু ঘড়ি নয়, বিলাসবহুল স্যুট, জুতা ও পারফিউমের প্রতি তার ছিল গভীর আসক্তি। একইসঙ্গে চিত্রজগতের নারীদের ঘনিষ্ঠতা এবং বিভিন্ন সময় তাদের নিয়ে আলোচিত হওয়াও ছিল এক ওপেন সিক্রেট।
সম্প্রতি জানা গেছে, দুর্নীতির নানা অভিযোগে তার দেশীয় ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। পাশাপাশি দেশের বাইরে থাকা সম্পদের বিষয়ে তদন্ত চলছে।
বিভিন্ন মহল মনে করছে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বিতর্কিত এই নেতার বিলাসিতা ও দুর্নীতির অভিযোগ তদন্তের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার।