নূরুল হুদার রিমান্ডে আরও অনিয়মের তথ্য, জড়িতদের খুঁজছে রাষ্ট্রপক্ষ - Porikroma News
Connect with us

অপরাধ

নূরুল হুদার রিমান্ডে আরও অনিয়মের তথ্য, জড়িতদের খুঁজছে রাষ্ট্রপক্ষ

Published

on

নূরুল হুদার রিমান্ডে আরও অনিয়মের তথ্য, জড়িতদের খুঁজছে রাষ্ট্রপক্ষ
ছবি: সংগৃহীত

২০১৮ সালের ‘দিনের ভোট রাতে করার’ নির্বাচনের অনিয়ম নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার দেওয়া তথ্য যাচাই ও জড়িতদের শনাক্তে আরও চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে চার দিনের রিমান্ড শেষে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষ জানান, নূরুল হুদার দেওয়া তথ্য যাচাই এবং অনিয়মে জড়িত অন্যদের শনাক্ত করতে পুনরায় রিমান্ড প্রয়োজন।

তদন্ত কর্মকর্তার দাবি, ২০১৮ সালের নির্বাচনে দাপ্তরিক সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে নির্বাচনী ফল পাল্টে দেওয়া হয়েছিল। বাজেট বাস্তবায়ন ও অর্থ আত্মসাতের বিষয়েও তথ্য রয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, নূরুল হুদা ফ্যাসিস্ট সরকারের পক্ষে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিলেন। অনিয়মে জড়িত রিটার্নিং কর্মকর্তা, পুলিশ, প্রশাসন, মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ নেতা-কর্মীদেরও খুঁজে বের করা হবে।

অন্যদিকে, নূরুল হুদার আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে বলেন, বয়স ও অসুস্থতা বিবেচনায় জেলগেটে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়া হোক। তাছাড়া রাষ্ট্রদ্রোহের ধারা সংযুক্তি আইনবিরোধী ও অনুমোদনবিহীন বলেও দাবি করেন তারা।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ আরও চার দিনের রিমান্ডের আদেশ দেন।

Share

২০১৮ সালের ‘দিনের ভোট রাতে করার’ নির্বাচনের অনিয়ম নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার দেওয়া তথ্য যাচাই ও জড়িতদের শনাক্তে আরও চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে চার দিনের রিমান্ড শেষে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষ জানান, নূরুল হুদার দেওয়া তথ্য যাচাই এবং অনিয়মে জড়িত অন্যদের শনাক্ত করতে পুনরায় রিমান্ড প্রয়োজন।

তদন্ত কর্মকর্তার দাবি, ২০১৮ সালের নির্বাচনে দাপ্তরিক সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে নির্বাচনী ফল পাল্টে দেওয়া হয়েছিল। বাজেট বাস্তবায়ন ও অর্থ আত্মসাতের বিষয়েও তথ্য রয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, নূরুল হুদা ফ্যাসিস্ট সরকারের পক্ষে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিলেন। অনিয়মে জড়িত রিটার্নিং কর্মকর্তা, পুলিশ, প্রশাসন, মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ নেতা-কর্মীদেরও খুঁজে বের করা হবে।

অন্যদিকে, নূরুল হুদার আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে বলেন, বয়স ও অসুস্থতা বিবেচনায় জেলগেটে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়া হোক। তাছাড়া রাষ্ট্রদ্রোহের ধারা সংযুক্তি আইনবিরোধী ও অনুমোদনবিহীন বলেও দাবি করেন তারা।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ আরও চার দিনের রিমান্ডের আদেশ দেন।

Share