বাংলাদেশ
ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

স্নাতক মর্যাদার দাবি ও ঢাকায় আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে পটুয়াখালীতে নার্সিং শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (১৫ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালী শহরের চৌরাস্তায় অবস্থান নেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে দুপাশে শত শত যানবাহন আটকে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা ও রোগীবাহী অ্যাম্বুলেন্স।
প্রায় দুই ঘণ্টা পর শিক্ষকদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, “চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সকে স্নাতক মর্যাদা দিতে হবে। ঢাকায় সহপাঠীদের ওপর হামলা অমানবিক।”
অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার ও অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি শুনে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।